বিশ্বব্যাপী বিরাজ করছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাংলাদেশে ১২৩ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১৩ জন। সম্প্রতি সরকারের আহ্বানে দেশের পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে ৪ এপ্রিল থেকে গার্মেন্টস খোলার বিজিএমইএ’র সিদ্ধান্তে ঢাকামুখী হন গার্মেন্ট কর্মীরা।
করোনাভাইরাসের তোয়াক্কা না করেই হাজার হাজার শ্রমিক ঢাকায় আসেন। সমালোচনার ঝড় উঠলে বিজিএমইএ ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখার ঘোষণা দেয়। শ্রামিকদের আবারও ফিরে যেতে হয়। যখন সারা দেশের মানুষ করোনা থেকে বাঁচতে ঘরে বন্দি হয়ে দিন কাটাচ্ছে, তখন এতো মানুষের পথে নেমে আসা অনেক ঝুঁকিপূর্ণ ব্যপার।
বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ওমর সানি। তিনি এক ফেসবুক স্ট্যাসে লিখেছেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্টস মালিকদের লোভের কথা আল্লাহ্ কে বলে দিবো। আরো অনেক বাজে ভাবে বলতে পারতাম,? বললাম না।
দেখুন টাকা আছে সোনাদানা আছে বিশাল অট্টালিকা আছে অস্ত্র ভান্ডার আছে ক্ষমতা আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সাথে পারা যায় না। ভুলের খেসারত কিভাবে দিব আমরা ঠিক জানিনা, আমেরিকা ইতালি স্পেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না,,? ওরাই সামাল দিতে পারছে না, আর আমরা হাস্যকর।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওমর সানি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরো অনেক কঠোর হন, আরেকটি কথা অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এরা যদি করোনা ভাইরাস এর চিকিৎসা না করে তাদের লাইসেন্স বাতিল করে দেন, মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি।’
বার্তা কক্ষ, ৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur