Thursday, June 18, 2015 05:20:26 AM
স্টাফ করেসপন্ডেন্ট:
চাঁদপুরের বাবুরহাট এলাকায় সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা প্রায় পৌনে ৮টায়। এ ঘটনায় আহত বাবুরহাট বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাব্বী গাজী ও দশম শ্রেণীর ছাত্র মোঃ সাব্বিরকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তার ঢাকায় প্রেরণ করেন।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্র্শী কয়েকজনের কাছে জানা যায়, গত কয়েক দিন যাবৎ পরীক্ষার্থী সিনিয়র ব্যাচের কাউসারের সাথে জুনিয়র দশম শ্রেণীর ছাত্র বকুলের সিনিয়র জুনিয়র নিয়ে সমস্যা চলছিল। বিষয়টি সিনিয়র ও জুনিয়র ব্যাচের কয়েকজন সমাধান করার জন্যে গতকাল সন্ধ্যা প্রায় পোনে ৮টায় বাবুবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একত্রিত হয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালানো হয়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। এতে বাবুরহাট বাজারের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। এ ঘটনায় উপস্থিত জুনিয়র ব্যাচের দু জনকে বাবুরহাট বাজারের মধ্যে আহত পক্ষের কয়েকজন উত্তেজিত হয়ে মারধরকালে বাজারের কয়েকজন ব্যবসায়ী তাদের উদ্ধার করে বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতি অফিসে নিয়ে যান।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ও সঙ্গীয় ফোর্স বাবুরহাট বাজার পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্যে ৩নং কল্যাণপুর ইউপি চেয়ারম্যান, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসে একত্রিত হন।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।