নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকা হাইমচরের মেঘনা নদীতে ইলিশের পোনা জাটকা নিধন করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও কোষ্টগার্ড সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করে।
আটক জেলেরা হলেন- মো. হেলাল (৩৫), ইয়াকুব, অনিক, হৃদয়, নুরুল ইসলাম মাঝি (৪০), মো. আলম মাঝি (৩৮), আনোয়ার হোসেন (৬১), খলিল (৩৮), জামাল মিজি (২৬), রাসেল (২১), কাউছার (২৫), শাহ আলম (৩৮), হোসেন (৩০), রুবেল (২০), শাহীন (২০), মনির হোসেন (২২), সিরাজ (২৫), আল-আমিন (৩০), সাইদ (২২), রাসেল (২৫), মানিক (২০), রাসেল (১৬) ও পারভেজ (১৬), সানা উল্লাহ (৩০), সাইফুল (২০), সাকিব (১৩)।
এসব জেলেরা ভোলা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার হাইমচর ও মতলব উত্তর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান হাইমচর উপজেলার মেঘনা নদীর এলাকা গাজীপুর, মাঝির বাজার ও কাটাখালি বরাবার মেঘনা নদী থেকে জাটকা নিধন অবস্থায় এসব জেলেদের আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও আনুমানিক ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur