এ দুঃসময়ে কোনও রকম দুর্নীতি করে কেউ কোনো সুযোগ নিলে এবং অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র মানুষ যেন ঠিকমতো ত্রাণ সহায়তা পায়,তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন,এক্ষেত্রে কোনো অনিয়ম হলে,কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার ৩১ মার্চ গণভবনে করোনা পরিস্থিতি নিয়ে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ছুটি ঘোষণার কারণে দিনমজুর খেটে খাওয়া মানুষের সমস্যা হচ্ছে। কৃষক,চা শ্রমিক, হিজড়া, বেদে সম্প্রদায়ের মানুষ বেশি কষ্ট পাচ্ছে। তারা দৈনন্দিন কাজে যেতে পারছে না। তাদেরকে বাঁচিয়ে রাখা সামাজিক কর্তব্য।’
তিনি আরো বলেন, ‘ সেখানে ১০ টাকা কেজি চালসহ নানা সহযোগিতা করা হয়েছে। তাদের কাছে সাহায্য ও খাদ্য দ্রব্য পাঠাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জন প্রতিনিধি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ওয়ার্ড অনুযায়ী তালিকা করতে হবে। সেই অনুযায়ী সবাই যাতে সাহায্য পায়। কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়ে সতর্ক করেন শেখ হাসিনা।’
দেশের করোনা পরিস্থিতিতে দিনমজুর শ্রমজীবী মানুষের তালিকা করে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বলেন, ‘সাহায্য দিতে গিয়ে লোক সমাগম করা যাবেনা। করোনা পরিস্থিতিতে মুজিববর্ষের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৭ মার্চ এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সরকারের কাছে জনগণের নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে বাড়ির কাছে গিয়ে সাহায্য দেয়ার নির্দেশ দেন তিনি।’
বার্তা কক্ষ ,৩১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur