চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক এর উদ্যেগে মেঘনা পাড় মুক্ত স্কাউট ও পরিচ্চন্ন কর্মীদের সাথে নিয়ে করোনা ভাইরাস সচেতনতায় ফরিদগঞ্জ বাজারে জীবানুনাশক স্প্রে এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছেন।
৩০ মার্চ সোমবার সকালে পৌর এলাকায় জীবানুনাশক স্প্রে,পরিস্কার পরিচন্নতা অভিযান,সচেতনতা মূলক প্রচারনা করেন।
এদিকে তিনি মধ্য বাজার ও বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে চাল বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তিনি সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেন এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন।
তিনি বাজারের দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রীর দাম স্বাভাবিক রাখতে বলেন।
প্রতিবেদক:শিমুল হাছান,৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur