Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিধবার জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ
Potarona

কচুয়ায় বিধবার জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে বিধবা নারীর জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই বিধবা নারী পেয়ারা বেগম জমি বিক্রির টাকা ফেরত পেতে গত কয়েকদিন ধরে এলাকাবাসীর ধারে ধারে ঘুরছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া উপজেলাধীন ৯নং কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর মৌজার সাহেদাপুর গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী পেয়ারা বেগম (৬০) তার বাড়ীর ১শতাংশ জমি একই গ্রামের ওহাব আলীর নিকট ৮৭ হাজার টাকা মূল্য দরে বিক্রি করে। যার দলিল নং- ৩৯১৪/১৮, তারিখ- ০৭/০৫/২০১৮ইং।

জমি রেজিষ্ট্রীর সময় পেয়ারা বেগম ক্রেতার কাছ থেকে ২৯ হাজার টাকা বুঝিয়া পায় এবং বাকী ৫৮ হাজার টাকা মধ্যস্থতাকারী পেয়ারা বেগমের ভাগিনা, ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের কাছে জমা রাখা হয়। পরবর্তীতে ইউপি সদস্য জহিরুল ইসলাম তার আপন মামী সম্পর্কে পেয়ারা বেগমকে টাকা না দিয়ে দেই দিচ্ছি বলে তালবাহানা করছেন বলে পেয়ারা বেগম দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জানান, মূলত ওই জমিটি পৌঁনে ১ শতক হওয়ায় ক্রেতার কাছ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। ওই নারীর টাকা আত্মসাৎ করিনি, এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।

কচুয়া করেসপন্ডেন্ট