জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :
চাঁদপুর জেলার কচুয়ায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রশিক্ষণ নিন, আত্মকর্মী হউন’-এ স্লোগানে বুধবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে ও ক্রেডিট সুপার ভাইজার মো. শাহজাহানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক শেখ মো. সাহাবুদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মুবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন।
উদ্যোক্তা ও আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কাজী মোস্তফা কামাল, মিজানুর রহমান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সাংবাদিক আবু সাইদ, আত্মকর্মী কাজী শরীফ হোসেন প্রমুখ।
এ সময় কচুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আপডেট: ০৯:৪০ অপরাহ্ন, ১৭ জুন ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।