রাজধানী ঢাকার মিরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে। আজ শনিবার ২৮ মার্চ ভোরে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিদাবাদ ১৬/১০ নম্বরের টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের নাম কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। এ সময় বাসাটির ভেতর থেকে তিনজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
বার্তা কক্ষ, ২৮ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur