প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৫ হাজার ৬৫৩ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ইতালিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৮২ জন। স্পেনে ৫৭ হাজার ৭৮৬ জন মানুষকে আক্রান্ত হয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস বিশ্বজুড়ে ৫ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার । তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ লাখ ২২ হাজার মানুষ।
সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে । দেশটিতে মৃতের সংখ্যা ৮,২১১ । এরপর স্পেনে মারা গেছে ৪,৩৬৫ জন । চীনে মারা গেছে ৩,২৯১ জন । এ ছাড়া ইরানে মারা গেছে ২,২৩৪ জন । ফ্রান্সে মৃতের সংখ্যা ১,৬৯৮ । যুক্তরাষ্ট্রে মারা গেছে ১,২৯৬ জন মানুষ।
আড়াই মাসের বেশি সময় ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল চীন। দেশটিতে সংক্রমণ থেমে যাওয়ায় ভাইরাসটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়ায় ইউরোপ। ফলে গত কয়েক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে থাকলেও ইউরোপে আক্রান্তের কমে এসেছে। তবে আমেরিকায় সে সংখ্যা বাড়ছে। তাই অঞ্চলটি করোনার নতুন উপ-কেন্দ্র হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বার্তা কক্ষ ,২৭ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur