নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে আতঙ্ক যেমন বাড়ছে তেমনি সচেতনতা বাড়াতে সরকারি বিভিন্ন দপ্তর, জেলা-উপজেলা প্রশাসন, জনপ্রতনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এগিয়ে এসেছে মানবতা সেবা সংগঠন মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম’৯৮।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে করোনা ভাইরাস প্রতিরোধে মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম’৯৮ উপজেলার বিভিন্ন স্থানে তারা জীবানুনাশক স্প্রে,ম্যাক্স, হ্যান্ড সেনিটাইজেশন ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধার হাতে আনুষ্ঠানিক ভাবে ম্যাক্স, হ্যান্ড সেনিটাইজেশন ও সচেতনতা মূলক লিফলেট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন করোনা ভাইরাস প্রতিরোধ উপ-কমিটির আহবায়ক ডা. মো. মোশারফ হোসেন,
ফ্রেন্ডস ফোরাম’৯৮ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ফ্রেন্ডস ফোরাম’৯৮ এর বর্তমান সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আরিফ হোসেন খান, স্বপ্নদ্রষ্টা কাজী গোলাম মর্তুজা, স্বপ্ন বাসস্তবায়ন সহযোগী ইবনাল শাহীন আহমেদ শিপন’সহ ফ্রেন্ডস ফোরাম’৯৮ এর সদস্যবৃন্দ।
২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় রিক্সা চালক, মুদি দোকানদার, পথচারী, দরিদ্র-শ্রমজীবি মানুষসসহ বিভিন্ন শ্রেণী পেশার মাঝে জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘মানবতা সেবা সংগঠন’ ফ্রন্ডস ফোরাম’৯৮ এর সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- ‘ফ্রেন্ডস ফোরাম ৯৮’ এর সাবেক সাধারন সম্পাদ সাইদুর রহমান শিবলু, বর্তমান সহ-সভাপতি আশিকুজ্জামান, সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী জসিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সহ প্রচার সম্পাদক ইয়াছিন মিয়া ইমন, সহ অর্থ সম্পাদক শিব সংকর দাস, সহ-দপ্তর সম্পাদক সুজন মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চান মিয়া, সমাজ কল্যান সম্পাদক ইসমাইল হক সরকার সোহাগ, সহ ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল লিটন, সদস্য শামীম প্রধান, জিয়া উদ্দিন, হানিফ মিয়া প্রমূখ।
মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা বলেছেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রভাবে আজ সারাবিশ্ব চিন্তিত। বাংলাদেশেও ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছেন কোয়ারেন্টিনে।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ২৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur