কুমিল্লার তিতাস উপজেলায় নিখোঁজের ১০ দিন পর ডোবার জলে এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বন্দরামপুর গ্রামের ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
নিহত ব্যাক্তির নাম হেলাল উদ্দিন (৩৮)। তিনি ওই গ্রামের দারোগা আলীর ছেলে। রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানা পরিদর্শক (তদন্ত) মো.সহিদুল ইসলাম।
তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এছাড়া হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ১৫ মার্চ দিনমজুরের কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় নিহত হেলাল মিয়া। ওইদিন রাতে বাড়ি ফিরেননি তিনি।
এরপর থেকে তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। গত ১৭ মার্চ তার বাবা তিতাস থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
সর্বশেষ বুধবার বিকেলে বন্দরামপুর বিলের ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ডোবা থেকে লাশ উদ্ধার করলে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করে।
নিহতের মা জাহেদা বেগম বলেন, আমার ছেলে সহজ সরল প্রকৃতির ছিল। কারো সাথে তার কোনো বিরোধ নেই। আমার ছেলে হত্যার বিচার চাই।
জাহাঙ্গীর আলম ইমরুল,২৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur