করোনা ভাইরাস সচেতনায় শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
২৫ মার্চ বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে চাঁদপুর শহরের ১০ নং চৌধুরী ঘাট, ৫ নং খেয়া ঘাট, বড় স্টেশন,যমুনা রোড,বাস স্ট্যান্ট, ওয়্যারলেসহ শহরের বিভিন্নস্থানে এ অভিযান চালানো হয়।
এসময় পথচারী ও বিভিন্ন যাত্রীদের শরীরে মেডিসিন স্প্রে করা হয় এবং করোনা থেকে রক্ষা পেতে মাস্কসহ নিরাপদ সামগ্রী ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়। একই সাথে জটলা বেঁধে হাটা এবং গনসমাগম না করার জন্য নির্দেশ দেয়া হয় এবং যারা মাস্ক না পড়েনি ও বিনা কারনে বাহিরে হাটাহাটি,আড্ডা দেয়ার কারনে বেশ কয়েকজন তরুন, যুবকদের কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, এস আই আবু হানিফ, এস আই আব্দুল হালিম, এস আই আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
কবির হোসেন মিজি,২৫ মার্চ ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur