ইতোপূর্বে রাজকিয় সৌদি সরকার ঘোষিত বিনা মাশুলে (ফি) তিন মাসের ইকামা (রেসিডেন্সি পারমিট) নবায়নের তারিখ জানিয়েছে কতৃপক্ষ ।
সৌদি পাসপোর্ট কতৃপক্ষ জানায়, যাদের ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস নবায়ন হবে বিনা মাশুলে।
যাদের ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০ এর মধ্যে শেষ হবে তাদের কফিল (স্পন্সর) যদি ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) দিয়ে থাকে তাহলে তা কফিল বাতিল (ক্যান্সেল) করতে পারবে। তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে।
যাদের কোম্পানী, মোয়াসসাসা বা কফিল (স্পন্সর) ২৫ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে ছুটি (এক্সিট রিএন্ট্রি ভিসা – খুরুজ আওদা ভিসা) ইস্যু করেছিল তারা যদি এই সংকট কালে দেশে না গিয়ে থাকেন তাহলে তাদের ছুটি (এক্সিট রিএন্ট্রি ভিসা) পূনরায় তিন মাসের জন্য বিনা ফিতে নবায়ন হয়ে যাবে। এই জন্য পাসর্পোট (যাওয়াজাত) অফিসে যেতে হবে না।
তবে যাদের ভিসার মেয়াদ দেশে যাওয়ার পর শেষ হয়ে গিয়েছে এবং তাদের ইকামার মেয়াদ আছে তাদের কফিল/ স্পন্সরগণ নিচের লিংক গিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন ।https://visa.mofa.gov.sa/ExtendReturnedVisa
আবার যারা ইতোপূর্বে সৌদি আরবে উমরায় আসার পর দেশে ফিরে যেতে পারেননি তারা আগামী ২৮ মার্চ ২০২০ এর মধ্যে নিচের লিংকে গিয়ে নিজের তথ্য দিতে হবে । তারপর মোবাইলে পরবর্তী আপডেট পাওয়া যাবে।https://t.co/2LydEZZdJh
সাগর চৌধুরী,২৫ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur