প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জামাদি বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চে এসে পৌঁছবে।
মঙ্গলবার ২৪ মার্চ ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছে, ‘চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালান ২৬ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে।’
১৭ মার্চ,ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামাদি দেয়ার তার সরকারের সিদ্ধান্তের কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে।
চীনা দূতাবাসের কর্মকর্তা জানান, এর আগে সামরিক সরঞ্জামাদিও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষে ৫ শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।
ঢাকা ব্যুরো চীফ , ২৪ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur