চাঁদপুর পুরানবাজারের ১নং ওয়ার্ডের তরুণদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে যানবাহন ও বাসা বাড়িতে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ইমার্জেন্সি ফ্রেন্ড নামে এই গ্রুফটি বিভিন্ন সময়ে জনস্বার্থে এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন।
নিজেদের ক্ষুদ্র অর্থায়নে নিজেদের তৈরী জিবানুনাশক দিয়ে মঙ্গলবার সকাল থেকে তারা পুরানবাজরে আগত প্রায় ৪ শতাধিক যানবাহনে জিবানুনাশক স্প্রে করেন।
এছাড়া বিকালে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে আঙ্গিনা ও বিভিন্ন নোংরা জায়গায় তারা স্প্রে করেন এবং সচেতনতা বৃদ্ধিতে হাত ধোওয়ার পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাওন পাটওয়ারী, রবিউল হোসেন, শান্ত হাওলাদার, বিধান রায়, আতিক ইসলাম, তুহিন রানা, সোহেল রানা, রোকন হোসেন, সাইফ রহমান, সৌরভ পোদ্দার, শাহআলম প্রমুখ।
প্রতিদিন তাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মাজহারুল ইসলাম অনিক,২৪ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur