মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট । করোনাভাইরাসের কারণে প্রয়োজনে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মামলা পরিচালনা করা যায় কিনা, তা পরীক্ষামূলকভাবে করে দেখার কথা জানালেন হাইকোর্টের একটি বেঞ্চ।
সোমবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এমন সিদ্ধান্তের কথা জানান।
আরো পড়ুন- টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা
সে সময় হাইকোর্ট বলেন, ‘বিষয়টি কালকে (মঙ্গলবার) আমরা পরীক্ষামূলকভাবে দেখব। মামলা সংক্রান্ত আবেদন ও নথির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের মোবাইল ফোন নম্বর রাখা হবে। মামলা পরিচালনা বা শুনানির প্রয়োজনে মোবাইলের মাধ্যমে মামলা-সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আদালত কক্ষের জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হলে কোনো বিচারপ্রার্থীই এতে যেন সাফারার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আদালতে সে সময় সুপ্রিম কোটের আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং আইনজীবী মনজিল মোরশেদ উপস্থিত ছিলেন। এ এম আমিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
বার্তা কক্ষ, ২৩ মার্চ ২০২০