করোনা ভাইরাস আক্রান্ত প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক কর্মসূচি চালিয়েছে চাঁদপুর জেলা স্বাস্থ্য কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। গত দু,তিন ধরে দেখা গেছে সমিতির সভাপতি মোঃ আল আমিন এবং সাধারণ সম্পাদক হোসেন শাহরিয়ার।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগসহ হাসপাতালে আগত রোগী এবং দর্শনার্থীদেরকে হেক্সিসল দিয়ে হাত ধুয়াচ্ছেন। তাদের সামনে যাকে পাচ্ছেন তাকেই হাত ধোয়ার জন্য উৎসাহ করছেন।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দশনা মতে তারা এই সচেতনতা মূলক কর্মকাণ্ড শুরু করেছেন বলে জানা গেছে। গনসচেতনতায় এই প্রশংসনীয় উদ্যোগটি তারা পর্যায়ক্রমে চালিয়ে যাবেন। আরো পড়ুন- নিত্যপণ্য ছাড়া মার্কেট ও শপিংমল বন্ধের ঘোষণা
প্রতিবেদক : কবির হোসেন মিজি, মার্চ ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur