‘করোনা ভাইরাস’ সংক্রমণরোধে চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যম অফিসে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে জীবাণুনাশক দ্রব্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। শুক্রবার ও শনিবার চাঁদপুর জেলা থেকে প্রকাশিত ১৪টি দৈনিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জীবানু থেকে সুরক্ষিত থাকার জন্য জীবাণুনাশক দ্রব্য প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভিন্ন গণমাধ্যম প্রধানদের হাতে জীবাণুনাশক দ্রব্যসামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন সংগঠনে সহ-সভাপতি কেএম মাসুদ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান গাজী, কার্যকরি সদস্য বাদল মজুমদার, এমএ লতিফ, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আলমগীর, সদস্য এসএম সোহেল, শরীফুল ইসলাম প্রমুখ।
বার্তা কক্ষ ২১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur