চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও কাতার প্রবাসী ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা হাজী মোঃ বেলায়েত হোসেন মাঝির পক্ষ থেকে ২১ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর সদরের দোকানঘর চৌরাস্তা এবং রামদাসদীতে শতাধিক মানুষের মাঝে লিফলেট এবং সাবান বিতরণ করা হয়।
জনসচেতনতা মূলক লিফলেটে উল্লেখ করা হয় করোনাভাইরাস একটি বিশ্বব্যাপী মহামারী। সারা পৃথিবীতে এই মহামারী ভাইরাসে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। এর থেকে উত্তরণে আমাদের সকলকে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকতে হবে। যতটা সম্ভব সকারের নির্দেশনা মেনে পরিস্কার, পরিচ্ছন্ন থাকতে হবে।।
১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদলের নেতা কর্মীরা লিফলেট এবং সাবান বিতরণে অংশগ্রহন করে । ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল মান্নান খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, যুবদল নেতা সুমন ঢালীর , ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুবদল নেতা শাহাদাত মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক : আশিক বিন রহিম ২১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur