মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবারে (২৬ মার্চ) বিকাল ৩ টায় বাইতুল আমিন শ্বপথ চত্বরে র্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ জয়নাল আবদিন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসাইনের পরিচালানায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা জয়েন্ট সেক্রেটারি এবং জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি কে.এম ইয়াসিন রাশেদসানী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সাবেক সভাপতি মুহাঃ রিয়াজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক মহসিন হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, প্রশিক্ষণ সম্পাদক ওমর ফারুক আজাদ, হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি শাহাজালাল মোল্লা প্রমুখ।
পরে শহরে র্যালি বের করে বিপনীবাগস্থ সংগঠনের কার্যালয়ে মুনাজাতের মাধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।
প্রসঙ্গত, সকাল ১০ টা থেকে শহীদদের মাগফিরাত কামনায় বিপনীবাগ জেলা অফিসে ৩০ জন হাফেজ নিয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়।
প্রতিবেদক- আশিক বিন রহিম
২৬ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur