চাঁদপুরে খেলার ছলে পানিতে পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।২১ মার্চ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওমর (২) ওই বাড়ির মোহাম্মদ বেপারীর ছেলে।
শিশু ওমরের মামা বাবু জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির উঠোনে খেলতে নামে। এক সময় ওমর পরিবারের অগচোরে বাড়ির পুকুরে পড়ে। আমরা অনেক খোঁজাখুঁজি করে পরে পানিতে ভেসে উঠতে দেখি।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.নুরেই আলম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে।
শরীফুল ইসলাম,২১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur