করোনাভাইরাসের কারণে আর্থিক সংকট সর্বত্র। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাদের কথা মাথায় রেখেই আগামী ছয় মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ২০ মার্চ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লাখ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেয়া হবে। এখন দু-টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন থেকে। সে চালটাই এবার বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। করোনার জেরে যাতে রাজ্যের মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে না হয় তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে আগামি ৩১ মার্চ পর্যন্ত ৫০ % করে সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন। ‘রোটেশন’ পদ্ধতিতে দপ্তরে যোগ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। বেসরকারি সংস্থাগুলোকেও হাজিরা ৫০% কমিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। কলকাতায় এখনো আন্তর্জাতিক বিমান নামা বন্ধ হোক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
বার্তা কক্ষ ,২১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur