করোনাভাইরাস থেকে নাগরিকদের নিরাপদে রাখতে আগামি ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সকল অফিস বন্ধ থাকবে।
এছাড়া ১৮ মার্চ হতে আগামি ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
করোনাভাইরাস বা কোভিড-১৯ বিশ্বজুড়ে জটিল বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা সৃষ্টি করায় বাংলাদেশে এর প্রভাব পড়ায় বাড়তি সতর্কতা হিসেবে জনসমাগম এড়িয়ে চলতে বিশেষজ্ঞদের পরামর্শের প্রেক্ষিতে সরকার আগামি ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জন সমাগম এড়িয়ে নিজ নিজ বাসভবনে নিরাপদে অবস্থান করার জন্য বাউবি’র এক সংবাদ বিজ্ঞপ্ততে অনুরোধ জানানো হয়েছে
।ঢাকা ব্যুরো চীফ, ১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur