সরকার করোনা রোধে ধীরে ধীরে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে বিদেশ ফেরত নাগরিকদের বিষয়ে। চাঁদপুরে বিদেশ ফেরত এক প্রবাসীর বিয়ে বন্ধসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও বিদেশ ফেরত আরেক ব্যাক্তিকে সর্তক করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে প্রবাসী ব্যাক্তির বিয়ে বন্ধপূবর্ক তাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে বিদেশ ফেরত ব্যাক্তি ঘুরাফেরা করায় তাকে সর্তক করে বাধ্যতামূলক ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
শরীফুল ইসলাম,২০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur