করোনার সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে।
মঙ্গলবার ১৭ মার্চ সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
এখন মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।
শুক্রবার ২০ মার্চ জুমার নামাজসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। তবে নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেয়া হবে বলে জানিয়েছে তারা।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতোমধ্যে ৭ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। ১৫০ এর বেশি দেশে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur