সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি সন্মান জানিয়ে ১৮ মার্চ বুধবার সকালে বর্নাঢ্যরালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বর্নাঢ্য রালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে ব্যাংকের চাঁদপুর শাখা অফিসে কেক কাটা অনুষ্ঠিত হয়।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার ম্যানাজার আব্দুল কাদের এর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সদস্য আলমগীর হায়দার ভূইয়া,অপারেশন ম্যানাজার সাইদুর রহমান, অফিসার শাহাদাত হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ
আশিক বিন রহিম , ১৮ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur