চাঁদপুর বহরিয়া মেঘনা নদী থেকে জাটকা মাছ নিধনের প্রস্তুতিকালে ৫ জেলেকে আটক করেছে হরিনাঘাট নৌ ফাঁড়ি পুলিশ। ১৬ মার্চ রোবাবার বিকেলে তাদের আটক করা হয়।
হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাসনাত জামানের নেতৃত্বে এসআই(নিঃ) আবদুল মান্নান, এএসআই মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
আটক জেলেরা হলো, লক্ষ্মীপুর ইউনিয়ন এর বহরিয়ার বিল্লাল বেপারী(৩৮), জসিম শেখ (২৮), আবদুল হাকিম পাটোয়ারি(২৬), শাকিল বেপারী(২০), ফয়েজ পাটোয়ারি(২২)। নৌ পুলিশ এ সময় নদীর পাড় থেকে মোট ১৫০০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যাহার আনুমানিক মূল্য ৯০,০০০/- টাকা।
নৌ পুলিশের এসআই আবদুল মান্নান বাদী হয়ে থানায় আটক জেলেদের আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করে। চাঁদপুর মডেল থানার মামলা নং- ৩০, ধারা – ১৯৫০ সনের মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ৫(২) (খ) রুজু করা হয়।
আশিক বিন রহিম,১৬ মার্চ ২০২০