চাঁদপুরের হাজীগঞ্জে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও নারীসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নারিকেল তলা গ্রামের মৃত আনু মিয়ার মেয়ে ফাহিমা বেগম (২৬), কোতয়ালী উপজেলার মৃত আতিকুল ইসলামের ছেলে কাজী সুমন ওরফে সোহেল (২৪) ও মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডা.নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্যাহ ওরফে মনির (৩৪)।
গত ৪ মার্চ দুইটি গাড়ি চুরি হয়। পরবর্তীতে সিসিটিভির ফুটেজ দেখে প্রাইভেটকার ও চোরদেরকে চিহিৃত করা হয়। বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন,চোরের দলের সাথে আর কোন গ্যাং জড়িত রয়েছে কিনা তাও আমরা খাতিয়ে দেখছি।
জহিরুল ইসলাম জয়,৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur