Home / চাঁদপুর / সাত সকালে চাঁদপুর শহরে শিলাবৃষ্টি
শিলাবৃষ্টি

সাত সকালে চাঁদপুর শহরে শিলাবৃষ্টি

সাত সকালে চাঁদপুর শহরে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়েছে। ৩ মার্চ মঙ্গলাবর সূর্যোর আলো উঠার আগেই আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঝড়ো হাওয়া ও বাতাস। এরপরেই শুরু হয় শিলাবৃষ্টি। টানা ১০ মিনিট শিলাবৃষ্টি হয়।

একই সাথে আকাশে বজ্রপাতের গর্জন। শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শিলাবৃষ্টিতে মুহুর্তে আম গাছের মুকুলগুলো ঝরে পড়ে।

শহরের সড়কগুলোতে সকালের ব্যস্ততা অনেকটা কমে যায়। শিলাবৃষ্টি একটু কমে আসলেও আকাশে বজ্রপাত কমেনি। সকাল ৯টার পরে থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

এদিকে ঝড়ো হাওয়ার কারণে চাঁদপুর পদ্মা-মেঘনা নদী উত্তাল হয়ে উঠে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,ঝড়ো হাওয়ার কারণে আমরা চাঁদপুর-নারায়নগঞ্জ এর মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দিয়েছি। বড় যাত্রীবাহী লঞ্চগুলো নিয়মিত চলবে।

আবহাওয়া ডেস্ক,৩ মার্চ ২০২০