সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলায় আয়োজনে রবিবার পহেলা মার্চ ২০২০ইং সকাল ১১ টায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,পপুলার লাইফ ইন্স্যুরেন্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, হোমলেন্ড লাইফ ইন্স্যুরেন্স,সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর বীমা কোম্পানির কর্মকর্তাসহ সদস্যদের অংশ গ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী শিউলী হরি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার,এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, থানা পুলিশের এস.আই জাকারিয়া।
এছাড়াও বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
প্রতিবেদক : শিমুল হাছান, ১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur