চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চৌরাস্তা জামে মসজিদের পিছনের একটি দোকান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বাগাদী এলাকার রাজন পাটওয়ারী (২৪), হাবীব গাজী (১৮), নানুপুর গ্রামের মো. বোরহান (২১), হাসান গাজী (২৫), রফিক (৩০), মো. খোকন (৩২), রামচন্দ্র (২৩), শরীফ কবিরাজ (৩০) ও নিজ গাছতলা গ্রামের মাসুদ (২১)।
চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দীলিপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানের শার্টার অবস্থায় ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন সিএনজি চালকসহ স্থানীয় একটি জুয়াড়ি চক্র জুয়া খেলে আসছে। স্থানীয়রা তাদের বিরুদ্ধে কথা বলতে না পারায় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, আটকদেরকে বিরুদ্ধে মামলা করা হবে এবং আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৮ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur