চাঁদপরের ফরিদগঞ্জে ৩ মামলার ওয়রেন্টভূক্ত পালাতক আসামিকে ভারতের সীমান্ত এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে গভীর রাতে সিলেট কোম্পানিগঞ্জ শাহ্ আরিফিন এলাকা থেকে ডাকাতি মামলাসহ ৩ মামলার আসামি জুটন ব্যাপারীকে আটক করেছে।
আটককৃত জুটন ব্যাপারী উপজেলার বিষকাটালি এলাকার বাচ্চু ব্যাপারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, সিলেটের কোম্পানিগঞ্জে ভারতের সিমান্ত এলাকায় লুকিয়েও বাঁচতে পারল না জুটন। আটকৃত জুটন ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ের তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে, আসামীকে গ্রেপতারের পর চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শিমুল হাছান,২৮ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur