Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে এ্যাম্বুলেন্স-অটোরিক্সার সংঘর্ষে হতাহত ৩
এ্যাম্বুলেন্স-অটোরিক্সার

হাজীগঞ্জে এ্যাম্বুলেন্স-অটোরিক্সার সংঘর্ষে হতাহত ৩

হাজীগঞ্জ কচুয়া সড়কের বদরপুর মোড়ে এ্যাম্বুলেন্স ও অটোরিক্সা মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে অটোচালক উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের বেলঘর গ্রামের মুনছুর মিয়া সাথে সাথে মৃত্যুর কোলে ডলে পড়েন।

এ্যাম্বুলেন্স চালকসহ অটোরিক্সা দুই যাত্রী একই ইউনিয়নের বলিয়া গ্রামের পুরান বাড়ীর কাদির ও একই বাড়ীর নাজিরের মেয়ে সাথী বেগম গুরুতর যখম হয়। স্থানীয়রা দুর্ঘটনার স্থান থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরন করে।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজীগ বাজার থেকে একটি খালি এ্যাম্বুলেন্স কচুয়ার দিকে ছেড়ে যায়। অপর দিকে বেলঘর বাজার থেকে অটোরিক্সা হাজীগঞ্জের দিকে আসতেছে। এরই মাঝে বদরপুর মোড় নামক স্থানে এ্যাম্বুলেন্সটি গতিবেগ হারিয়ে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ বাজে। এতে সড়কের দক্ষিণ পাশের উভয় গাড়ী ডোভায় পড়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌচে উদ্ধার চেষ্টা চালাতে দেখা যায়।

ঘটনাস্থল পরিদর্শন কালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন রনি বলেন, গাড়ীর অবস্থা দেখে বুঝা যায় দূর্ঘটনাটি মুখামুখি ভাবে সংঘটিত হয়েছে। যে কারনে অটোচালক নিহত হয়েছে।

জহিরুল ইসলাম জয়,২৭ ফেব্রুয়ারি ২০২০