Home / শীর্ষ সংবাদ / কুমিল্লায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক
র‌্যাব পরিচয়ে

কুমিল্লায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক

কুমিল্লায় খেলনা পিস্তল হাতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মোশারফ হোসেন রঞ্জু (২৫) নামের এক যুবক ধরা পড়েছে। কুমিল্লা সদর উপজেলার আলেখারচরের যমুনা আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

রঞ্জু জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বুধবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই হোটেলের ম্যানেজারের কাছে রঞ্জু র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করে। বিষয়টি তার সন্দেহ হওয়ায় কুমিল্লা র‌্যাব অফিসে ফোন করে। র‌্যাবের একটি দল যমুনা আবাসিক হোটেল থেকে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে একটি খেলনা পিস্তল, চাঁদাবাজির নগদ চার হাজার টাকা, একটি ভুয়া আইডি কার্ড, ফটোশপ করা পোশাক পরিহিত একটি ছবি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, রঞ্জু খেলনা পিস্তলও মিথ্যা পরিচয় দিয়ে উক্ত হোটেলে চাঁদাবাজির চেষ্টা করছিল। তাকে আটক করা হয়েছে। এখন প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর টাইমস রিপোট