দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের ছেলে মুবতাসিম মাহবুব সুহান ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বৃত্তি পেয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সারাদেশের মতো একযোগে চাঁদপুরেও পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়।
সুহান ২০১৯ সালে উত্তর-পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করে। তার মা খোদেজা বেগম উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং বাবা রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টর (ক্লাব সার্ভিস)।
সুহানের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে তার বাবা-মা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় ও শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুহানের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।
করেসপন্ডেন্ট, ২৫ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur