গত দুই দিনের রাজনৈতিক অস্থিরতার পর নিজ কার্যালয়ে ফিরেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সে দেশের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, মঙ্গলবার সকালে মালয়েশীয় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে দেখা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকালে তার পদত্যাগপত্র গ্রহণের পর মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন।
দ্য স্টার জানিয়েছে, মালয়েশিয়ার স্থানীয় সময় ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল গেটে মাহাথিরের গাড়িকে থামতে দেখা গেছে।
সোমবার সরকারের প্রধান সচিব মোহাম্মদ জুকি আলি বলেন, দ্য ফেডারেল সংবিধানের ৪৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন সরকার গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ।’
বার্তা কক্ষ,২৫ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur