চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জারাজীর্ন শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারিতে ফুল দেয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ২৪ ফেব্রুয়ারি এক লিখিত নোটিশে এটি জারি করেন।
এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন বলেন, আমি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরিতে বের হই, আমরা এসে দেখি কে বা কারা এই জরাজীর্ণ মিনারটিতে ফুল দিয়েছে আমার জানা নেই।
তিনি আরো জানান এ জরাজীর্ণ মিনারটি চাঁদপুর জেলা পরিষদ এই ২১ শে ফেব্রুয়ারীর পূর্বেই করে দেওয়ার কথা থকলেও তারা করে দিতে পারে নাই। এই জরাজীর্ন মিনারটি গত মাসেই অপসারণের করতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার নিষেধাজ্ঞায় তা সম্ভব হয়ে উঠেনি। এ সংক্রান্ত চাঁদপুর টাইমসের আগের প্রতিবেদন- ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝকঝকে ভবনে বেহাল দশায় শহীদ মিনার
প্রতিবেদক : শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur