Home / খেলাধুলা / ২৬৫ রানে থামলো জিম্বাবুয়ে
মিরপুর শের-ই-বাংলা জাতীয়

২৬৫ রানে থামলো জিম্বাবুয়ে

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টর প্রথম ইনিংসে ২৬৫ রানে থামলো জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ এরভিনের সেঞ্চুরিতে সম্ভাবনা জাগিয়েও নিজেদের প্রথম ইনিং বেশি বড় করতে পারেনি জিম্বাবুয়ে।

গতকাল প্রথম দিন শেষে ৯০ ওভারে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২২৬ রান। আজ সকালে তাইজুল এবং আবু জায়েদ মিলে ৪ উইকেট তুলে নিলে জিম্বাবুয়ের ইনিংস শেষের দিকে চলে যায়।

এর আগে গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে আবু জায়েদে বলে নাঈম হাসানের তালুবন্দি হন কাসুজা (২)।

তবে এরপর বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়ে ফেলে সফরকারীরা। ১০৪ বলে হাফ সেঞ্চুরি করা ওপেনার প্রিন্স মাসভাউরেকে ব্যক্তিগত ৬৪ রানে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন নাঈম হাসান। বিপজ্জনক ব্রেন্ডন টেইলরকেও ১০ রানে থামিয়ে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু দেন ১৯ বছর বয়সী এই তরুণ।

নাঈমের ঘূর্ণিতেই লিটন দাসের গ্লাভসবন্দি হন অল-রাউন্ডার সিকান্দার রাজা (১৮)। মিডল অর্ডারে টিমিসেন মারুমাকে (৭) এলবিডাব্লিউ করে নিজের দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ। ১৯৯ রানে জিম্বাবুয়ের ইনিংসের অর্ধেক শেষ হয়। একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন অধিনায়ক ক্রেইগ আরভিন। শেষ বিকালে ২১৩ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২২৭ বলে ১৩ বাউন্ডারিতে ১০৭ রান করা এরভিনকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন নাঈম। ৯০ তম ওভার শেষে প্রথম দিনে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৬ রান।

খেলাধুলা ডেস্ক,২৩ ফেব্রুয়ারি ২০২০