নিয়মিত সাইকেল চালালে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের দাবি,এখন ঘরে ঘরে ক্যান্সার ও হৃদরোগের প্রকোপ বাড়ছে। এসব রোগের ঝুঁকি কমাতে তাই সাইকেল চালাতে বলেছেন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, বর্তমান বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত সাথে বেড়েছে হৃদরোগের ঝুঁকিও। ব্রিটিশ গবেষকদের দাবি, নিয়মিত সাইকেল চালালে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে।
স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর গবেষকরা প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের ওপর ৫ বছর ধরে একটি গবেষণা করেন। এ গবেষণায় দেখা গেছে, প্রতিদিন যদি কর্মক্ষেত্রে, সাইকেলে করে যাতায়াত করা যায়, তা হলে ঝুঁকি কমবে ক্যান্সার ও হৃদরোগের।
গ্লাসগোর গবেষকেরা বলছেন, নিয়মিত সাইকেল চালালে ৪৫ % ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। আর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে ৪৬ % । আর এ গবেষণা চালানোর সময়ে ২ হাজার জনের মৃত্যুও হয়ে।
এ গবেষণা থেকে আরও জানা যায়, গাড়িতে না চড়ে কর্মস্থলে যদি হেঁটে যাওয়া যায়,তবে এসব রোগের ঝুঁকি কমবে। তবে সাইকেল যে উপকার পাওয়া যাবে,তা হাঁটাতে পাওয়া যাবে না। কারণ কেউই বেশিক্ষণ হাঁটতে পারে না। যত বেশি সাইকেল চালানো যাবে,ততই উপকারিতা পাওয়া যাবে। তাই সুস্থ থাকতে প্রতিদিন সাইকেল চালাতে পারেন।
বার্তা কক্ষ , ২০ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur