সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কচুরিপানা । বহুবর্ষজীবী জলজ এই উদ্ভিদটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে, প্রশ্ন ওঠছে কচুরিপানা কি? আসলেই কি কচুরিপানা খাওয়া যায়? তবে খাওয়া যাক বা না যাক ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কচুরিপানা কিনছেন এক ব্যক্তি।
ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সবজি বিক্রেতার দোকানে বাহারি সবজির সঙ্গে সাজানো কচুরিপানা। এরপর দাঁড়িয়ে থাকা এক ক্রেতা কচুরিপানার দর-দাম করছেন। দর-দাম করা শেষ হওয়ার পরই দোকানি দাঁড়িপাল্লায় তুলছেন কচুরিপানা।
ভিডিওটি ফেসবুকের একটি গ্রুপে পোস্ট করেন কবির হাসান (ছদ্মনাম) নামের এক ফেসবুক ব্যবহারকারী। এরপরই সঙ্গে সঙ্গে ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
বার্তা কক্ষ, ১৯ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur