চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান করে মাদকসেবীসহ মাদক উদ্ধার ও আটক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম।
তিনি জানান, চাঁদপুর শহরের বড়স্টেশন ক্লাব রোডের রাস্তার উপর থেকে মো. কবির মোল্লা (৩০) এর কাছ থেকে সিগারেটের প্যাকেটের মধ্যে পলিথিনে মোড়ানো এ্যামফিটামিনযুক্ত ২ পিস ইয়াবা, ১টি ইয়াবা সেবনের পাইপ, ১টি রাংতা কাগজসহ তাকে আটক করা হয়।
এছাড়া আটক কবির মোল্লা মাদক সেবন করে আসছে মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ৩ টাকা অর্থদন্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান, পেশকার মো. জহিরুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের ও পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur