আমি হতে চাই যৌবনেরই
উদ্যত অভিযান
আমি হতে চাই ফাগুন মাসের
কোকিলেরই গান।
.
আমি হতে চাই চপলা কিশোরীর
কাঁচের চুড়ির ঝন ঝন
আমি হতে চাই কালবৈশাখীর
দূরন্ত বায়ুর বন বন।
.
আমি হতে চাই বিরহী সখীর
বাতাসে উড়া অঞ্চল
আমি হতে চাই ভালোবেসে
প্রিয়ার লাগি চঞ্চল।
.
আমি হতে চাই উদাস দুপুরে
রাখালি বাঁশীর সুর
আমি হতে চাই শ্রাবণধারার
বৃষটিরও নুপুর।
.
আমি হতে চাই হেমন্তে
পাকা ধানের শীষ
আমি হতে চাই উদ্যত নাগিনীর
এক পেয়ালা নীল বিষ।
.
আমি হতে চাই দেবশিশুর
প্রাণকাড়া সেই হাসি
আমি হতে চাই রাধা-কৃষ্ণের
কিংবদন্তীর সেই বাঁশী।
.
আমি হতে চাই কারবালার
সেই সীমারের নৃশংস
আমি হতে চাই এটমবোমা
করতে পৃথিবী ধবংস।
শনিবার, ১৪ জুন ২০১৫ ০৩:০০ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।