চাঁদপুর শাহরাস্তিতে ১কেজি গাজা ও ১৩ পিচ পেন্সিডিলসহ মহিলাকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। আটককৃতের বাড়ি শাহরাস্তি উপজেলার দেবীপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সাহিদা আক্তার (৩০)।
বৃহস্পতিবার রাতে দেবীপুর নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এলএলবির নেতৃত্বে এসআই মোঃ জায়েদ ভূঁইয়া, সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায় মহিলা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত। সে এলাকার যুবকদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। তাকে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী স্বস্তি বোধ করে।
মোঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur