Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে পরীক্ষার কেন্দ্রে দু’পরীক্ষার্থীর মধ্যে সংঘর্ষ
ssc

হাইমচরে পরীক্ষার কেন্দ্রে দু’পরীক্ষার্থীর মধ্যে সংঘর্ষ

চাঁদপুর হাইমচর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভেতর খাতা লিখা উত্তর দেখানোকে কেন্দ্র করে দু’পরীক্ষার্থীদের হাতাহাতি এক পর্যায় সংঘাত রুপ নেয়। এতে দু’পরিক্ষার্থী আহত হয়েছে।

আহত পরিক্ষার্থীরা হলো বাজাপ্তি আর এম উচ্চ বিদ্যালয়ে তারেক ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে মোঃ শরীফ হোসেন।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাইমচরে অনুষ্ঠিত হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা নিয়ে উত্তর লিখা (খাতা টানাটানি) দু’পরিক্ষার্থীর মধ্যে হাতাহাতি পরে সংঘাত রুপ নেয়।

এ ঘটনায় পরিক্ষার কেন্দ্র কর্তব্যরত শিক্ষকরা সমাধান দিলেও বাহিরে উভয় মধ্যে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় আহত হলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে আহত পরিক্ষার্থী মোঃ তারেক জানান, আমি পরিক্ষার খাতা লিখতে ছিলাম। শরীফ আমার খাতা নিয়ে টানাটানি শুরু করলে উভয় মধ্যে হাতাহাতি হলে শিক্ষকরা তা সমাধান করে দেন। পরীক্ষা শেষ হলে বাহির হলে আমাকে মারতে শুরু করে।

মোঃ ইসমাইল