চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার বাজারের আল মদিনা হোটেলের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শহিদুল ইসলাম (২৩)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ স্টেশন রোডের মুড়ির মেইলের পেছনের একটি ব্যাচেলর বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলামের বাড়ি কচুয়া উপজেলার রাজাপুর গ্রামে। জানা যায়, শহিদুল ইসলাম একটি ব্যাচেলর বাসায় আরও চার শ্রমিকসহ ভাড়া থাকতেন।
শ্রমিক দিদার ও রাব্বী বলেন, আমরা কাজে ছিলাম। রাতে বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা আটকানো। পরে পুলিশ এসে দেখে শহিদুলের ঝুলন্ত মৃতদেহ।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, শহিদুলের মৃতদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur