চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উৎসব ও আমেজের মধ্য দিয়ে প্রাথমিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের স্টুডেন্স কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া এর উদ্বোধন করেন।
নির্বাচনে সাংবাদিক কামাল হোসেন খানের পুত্র চতুর্থ শ্রেণীর ছাত্র তাহমিদ সাইফ খান ১২৭ ভোট পেয়ে প্রথম, তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সিজুল হোসেন (কাফি) ১২৫ ভোট পেয়ে দ্বিতীয়, ৫ম শ্রেণীর ছাত্র মোঃ আরাফ ১৬ ভোট পেয়ে তৃতীয়, ৫ম শ্রেণীর ছাত্রী ফরিদা আক্তার ৯২ ভোট পেয়ে চতুর্থ, তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহিয়া আক্তার ৮৯ ভোট পেয়ে ৫ম, ৫ম শ্রেণীর ছাত্র শৈশব বাড়ৈ ৮৫ ভোট পেয়ে ৬ষ্ঠ এবং চতুর্থ শ্রেণীর ছাত্রী তিথি দাস ৭৪ ভোট পেয়ে ৭ম স্থান লাভ করেন। নির্বাচনে অত্র স্কুলের মোট ভোটার ছিলো ১৬৫। তার মধ্যে ১৫০ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোট ১৩৫।
এসময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দিন ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৩টার সময় নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার সচিব কুমার বাড়ৈ ও সহকারী প্রিজাইডির্ং অফিসার মাহিব আল হাসান স্টুডেন্স কাউন্সিল নির্বাচনের ফলাফল ধোষণা করেন। এসময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দিন, সাংবাদিক কামাল হোসেন খান,সহকারী শিক্ষক আছিয়া খাতুন, জেসমিন আক্তার, শ্যামল কুমার বাড়ৈ, কুমকুম আক্তার. নিলুফা ইয়াসমিন, নূরে আলম, এআর জ্যোতি ও অফিস সহায়ক জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক খান মোহাম্মদ কামাল, ২৩ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur