Home / জাতীয় / পর্যবেক্ষক নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর
Hasina
ফাইল ছবি

পর্যবেক্ষক নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি যারা চাকরি করেন, তাদের নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত গর্হিত কাজ করেছেন। বিদেশি পর্যবেক্ষক বিদেশি হতে হবে। এটা তারা ঠিক করেননি।

তিনি ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর একথা বলেন।

তিনি আরো বলেন, যারা দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তা, তারা নিজেদের ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা কীভাবে বিদেশি পর্যবেক্ষক হবেন? বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি চাকরিজীবীদের মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের আত্মীয়, জাতির পিতা হত্যার সঙ্গে জড়িতদের আত্মীয়স্বজন আছে। যুদ্ধাপরাধীদের উত্তরসূরি আছে এদের মধ্যে।

ঢাকা ব্যুরো চীফ, ১ ফেব্রুয়ারি, ২০২০