মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী কোয়েল মল্লিক । ১ ফেব্রুয়ারি শনিবার সকালেই সুখবর জানালেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মা হওয়ার এই সুখবর প্রকাশ করলেন।
এ দিনে তাঁদের সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামী নেসপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি।
স্বামীর সঙ্গে একটি সেলফি দিয়ে কোয়েল লিখেছেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’
কোয়েল ঘোষণার পর অভিনন্দন জানাচ্ছেন সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারা। প্রথমেই মন্তব্য করেছেন অভিনয়শিল্পী মিমি চক্রবর্তী। এরপরই মন্তব্য জানিয়ে অভিনন্দন জানিয়েছেন নুসরাত, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জিৎসহ আরও অনেক পরিচিত তারকা।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি পাঞ্জাবের ছেলে নেসপাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কোয়েল মল্লিকের। নেসপাল ভারতের বাংলা ছবি প্রযোজক। পারিবারিকভাবে কলকাতায় থাকেন অনেক বছর ধরে। কোয়েল ও নেসপালের বিয়ে সে সময়ে টালিউডের আলোচিত ঘটনা ছিল।
বাঙালি ও পাঞ্জাবি—দুইভাবেই কোয়েলের বিয়ে হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল পাঁচ দিনের। আশীর্বাদ, সংগীত, গায়েহলুদ, বিয়ে, বউভাত—সবই ছিল। বিয়ের পর টালিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে সংসারে মন দেন এই তারকা।
ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বাংলা ছবির জগতে এসেছেন ২০০৩ সালে। তাঁর প্রথম ছবি ছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’। প্রথম নায়ক জিৎ। প্রথম ছবিতেই সুপারহিট ছিলেন কোয়েল।
সেই ২০০৩ সাল থেকে টানা ১৩ বছর তিনি বাংলা ছবিকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর ভেতর ‘বলো না তুমি আমার’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘১০০% লাভ’, ‘হেমলক সোসাইটি’, ‘পাগলু টু’, ‘সাত পাকে বাঁধা’, ‘বলো না তুমি আমার’, ‘জ্যাকপট’, ‘নবাব নন্দিনী’ প্রভৃতি উল্লেখযোগ্য। বাণিজ্যিক ধারার পাশাপাশি ‘দেবীপক্ষ’ বা ‘হেমলক সোসাইটি’র মতো ছবিতেও অভিনয় করেছেন।
বার্তা কক্ষ, ১ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur