প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেলেন চাঁদপুর-৫ ( হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের ৫৩ জন। এই ৫৩ জনের মাঝে ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়। ১ ফেব্রুয়ারি শনিবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে চেকগুলো বিতরণ করেন সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
চেক বিতরণ অনুষ্ঠানে সমাজের দুস্থ অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে চেক দেয়া হয়। একজনকে তিন লাখ, তিনজনকে দুই লাখ ও চিকিৎসার জন্য সাংবাদিক তাহের মিসবাহকে দেড় লাখসহ এক লাখ ও ৭৫ হাজার টাকা পরিমানের চেক তুলে দেয়া হয়।
ওইসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব হাজী আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মো. মনির, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ ও মনিরুজ্জামান বাবলু প্রমুখ।
স্পেশাল করেসপন্ডেন্ট, ১ ফেব্রুয়ারি ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur