বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বলেন, জাতির পিতার দর্শন হলো ফুটবল খেলার মাধ্যমে। তোমরা যারা বিজয়ী হয়েছো, তোমরা বিভাগে গিয়ে আমাদের মুখ উজ্জল করতে হবে। তোমাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রধান করা হবে। সকল খেলোয়াড়দের জন্য নতুন জার্সি দেওয়া হবে। তোমরা সবাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যেতে হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফরিদগঞ্জ বিষুরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন অর্জন করেন কচুয়া সানন্দকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেে হাজীগঞ্জ সিহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কমুরিয়া সূর্যরায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু।
হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যার পরিচালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মো. আসাদুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার।
শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur